বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেরির শ্রদ্ধা নিবেদন

সোমবার, ২৯ আগস্ট ২০১৬ , ১২:০৮ পিএম


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কেরির শ্রদ্ধা নিবেদন

সফররত মার্কিন পররাষ্টমন্ত্রী জন কেরি রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এসময় তিনি শোক বইতে স্বাক্ষর করেন। এছাড়া বঙ্গবন্ধু জাদুঘরও ঘুরে দেখেন।

বিজ্ঞাপন

এর আগে একদিনের সংক্ষিপ্ত সফরে সোমবার সকাল সোয়া ১০টায় ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিজ্ঞাপন

কেরির এ সফরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরো জোরদারের বিষয়গুলো গুরুত্ব পাবে বলে দেশটির পররাষ্ট্র দপ্তর বলছে।

ঢাকায় নয় ঘণ্টার সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করবেন এবং ধানমন্ডির এডওয়ার্ড কেনেডি সেন্টারে তরুণদের উদ্দেশে বক্তৃতা করবেন। মিরপুরে একটি তৈরি পোশাক কারখানা ঘুরে দেখবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসে নিজের দপ্তরের কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করবেন তিনি।

সন্ধ্যায় নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জন কেরির বৈঠকের কথা রয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission