ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি
গেলো বছরের শেষ দিকে হিলি স্থলবন্দর দিয়ে রেকর্ড পরিমাণ চাল আমদানি হয়েছে ভারত থেকে। এর ফলে বর্তমানে চালের দাম কমেছে কেজিতে ১০ থেকে ১২ টাকা। শুধু চাল আমদানির ওপর নির্ভর করেই অর্থবছরের প্রথম ছয় মাসে হিলিতে রাজস্ব আদায় হয়েছে লক্ষ্যমাত্রার দ্বিগুণ।
হিলি স্থলবন্দর দিয়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ চাল আমদানি হয়েছে ২০১৭ সালে।
বন্দরের হিসাবে, গেলো বছর ভারত থেকে এসেছে ৩ লাখ ৬০ হাজার ৬০৭ মেট্রিক টন চাল। আর ২০১৬ সালে আমদানি হয়েছিল মাত্র ২০ হাজার ৬৭৫ মেট্রিক টন।
পাঁচ বছরে চাল আমদানির পরিমাপ ২০১৩ সালে ৩৫ হাজার, ২০১৪ সালে ৩৫ হাজার ৭০৬, ২০১৫ সালে ১ লাখ ৫০ হাজার ২৮৬, ২০১৬ সালে ২০ হাজার ৬৭৫ ও ২০১৭ সালে ৩ লাখ ৬০ হাজার ৬০৭ মে. টন।
বন্দর কর্তৃপক্ষ বলছে, শুল্ক কমে যাওয়ার পাশাপাশি সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে বেড়েছে চাল আমদানি।
ব্যবসায়ীরা বলছেন, গেলো বছর একাধিক বন্যা ও জুন-জুলাইয়ে অতিরিক্ত শুল্কের কারণে চাল আমদানি কম হওয়ায় অস্থিতিশীল হয়ে উঠেছিল বাজার। আমদানি বাড়ায় বর্তমানে চালের মজুত প্রচুর থাকায় দামও কমেছে কেজিতে ১০ থেকে ১২ টাকা।
শুল্ক বিভাগের হিসাবে, জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত হিলি বন্দরে ৪৬ কোটি টাকা রাজস্ব-লক্ষ্য থাকলেও আদায় হয়েছে ৯০ কোটি টাকা। এর অর্ধেকই এসেছে চাল আমদানি থেকে।
বড় ধরনের কোনো পরিবর্তন না ঘটলে চলতি বছরও চাল আমদানি ও রাজস্ব আদায় বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
জেবি/এসএস
মন্তব্য করুন