জিয়া অরফানেজ মামলার রায় হয়ে গেছে
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় দেয়া হয়ে গেছে। এমন মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, সরকার বিএনপিকে বাদ দিয়ে আগামী নির্বাচন করতে চায়। তাই নজিরবিহীন তাড়াহুড়ার মধ্য দিয়ে এই মামলা শেষ করার চেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী বহু আগেই রায় দিয়ে দিয়েছেন।
শুক্রবার বিকেলে রাজধানীর টিকাটুলির কে এম দাশ লেনে প্রয়াত ঔপন্যাসিক শওকত আলীর বাসায় তার পরিবারের সদস্যদের সমবেদনা জানানোর পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, অনেকদিন আগে থেকেই সরকারের লোকজন এই মামলা নিয়ে আগাম বক্তব্য দেয়া শুরু করেছেন। কয়েকদিন আগে এরশাদ সাহেব রংপুরে বলেছেন যে আর মাত্র কয়েকদিন, তারপর জেলে যেতে হবে। তার দলের একজন প্রতিমন্ত্রীও একই কথা বলেছেন। রায় নিয়ে ক্ষমতাসীনদের এই ধরনের কথায় প্রমাণিত হয়, রায় পূর্বনির্ধারিত, পরিকল্পিত।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রায় ঘোষণার আগেই স্বরাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারিমূলক বক্তব্য সংগত নয়। এটা থেকে পরিষ্কার বোঝা যায় যে তারা কী চিন্তা করছেন? আমরা এখনও রায় পাইনি। আমরা এখনও কোনো কর্মসূচি ঘোষণা করিনি।
কে/পি
মন্তব্য করুন