সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আ. লীগ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৯ জানুয়ারি ২০১৮ , ০৬:১০ পিএম


সংসদীয় বোর্ডের সভা ডেকেছে আ. লীগ

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে ৩১ জানুয়ারি বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি আয়োজিত হবে। 

সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের সই করা বিবৃতিতে এ তথ্য জানানো হয়। 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হবে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

বিজ্ঞাপন

কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এ নির্বাচনে রাষ্ট্রপতি পদে মনোয়নপত্র দাখিল করতে হবে ৫ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

আর যাচাই-বাছাই ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শেষ না হওয়া পর্যন্ত এবং প্রার্থিতা প্রত্যাহার ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত চলবে। 

ভোটগ্রহণ হবে জাতীয় সংসদ ভবনে, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। 

সংবিধান অনুযায়ী এতে ভোট দেবেন সংসদ সদস্যরা (এমপিরা)।

আরও পড়ুন:

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission