বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমির মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । তিনি খেলাফত আন্দোলনের প্রতিষ্ঠাতা ও দেশবরেণ্য আলেম আল্লামা মুহাম্মদুল্লাহ হাফেজ্জি হুজুরের বড় ছেলে ছিলেন।
শুক্রবার সকালে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকার ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
মাওলানা আশরাফ ২০১৪ সালে বেশ কয়েকবার মস্তিস্কে রক্তক্ষরণজনিত রোগে আক্রান্ত হন। এরপর থেকে অসুস্থ হয়ে বিছানায় শায়িত ছিলেন।
১৯৮৭ সালের ৭ মে হাফেজ্জি হুজুরের ইন্তেকালের পর খেলাফত আন্দোলনের দায়িত্বভার গ্রহণ করেন মাওলানা আহমাদুল্লাহ আশরাফ। একটানা ২৭ বছর আমিরের দায়িত্ব পালন করেন । পরে তিনি পর পর কয়েক বার স্ট্রোকে আক্রান্ত হলে খেলাফত আন্দোলনের দায়িত্ব ভার তার ছোট ভাই আল্লামা শাহ আতাউল্লাহকে বুঝিয়ে দেন। মাওলানা আশরাফ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমিরও ছিলেন।
আরও পড়ুন:
- ওআইসির নতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত বাংলাদেশ
- দু’সপ্তাহের মধ্যে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবর্তন
এমসি/ এমকে