বিদ্যমান কোটা ব্যবস্থা যৌক্তিক নয়: জাফর ইকবাল

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ০৯ এপ্রিল ২০১৮ , ০৫:৪৫ পিএম


বিদ্যমান কোটা ব্যবস্থা যৌক্তিক নয়: জাফর ইকবাল

বিদ্যমান কোটা ব্যবস্থা কোনোভাবেই যৌক্তিক নয়, স্বচ্ছ নয়। পৃথিবীর অনেক দেশেই কোটা রয়েছে। কিন্তু সেটা যুক্তিপূর্ণ ও সামঞ্জস্যপূর্ণ হতে হবে। এটা অনেক বেশি হয়ে গেছে। যতটুকু শুনলাম মেধাবীর চেয়ে কোটার সংখ্যা বেশি। এটা কেমন কথা।

বিজ্ঞাপন

বলেছেন দেশের জনপ্রিয় বিজ্ঞান লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল। 

সোমবার বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : পদত্যাগ করে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগ নেতারা
--------------------------------------------------------

ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, এটা মোটেই যুক্তিপূর্ণ না, কোনোভাবেই না। এছাড়া কোটা প্রথার সুযোগে মুক্তিযুদ্ধকে অসম্মান করার একটা সুযোগ তৈরি হয়েছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

জাফর ইকবাল বলেন, আমি কোনোভাবেই কোটার পক্ষে না। একটা কোটা একবার ব্যবহার করা যায়। ৪-৫বার ব্যবহার কোনোভাবেই ফেয়ার না।

বিজ্ঞাপন

তিনি এ ব্যবস্থার অবসান দাবি করে আরও বলেন, মুক্তিযোদ্ধাদের আমরা এতো ভালোবাসি কিন্তু এখন বলার সুযোগ তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের বাচ্চাকাচ্চাদের জন্যে মেধাবীরা চাকরির সুযোগ পাচ্ছে না। কোটা যদি ভিজিবল একটা জায়গায় থাকতো তবে এভাবে মুক্তিযোদ্ধাদের অসম্মানের সুযোগ তৈরি হতো না।

আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বিভিন্ন জায়গায় পুলিশি হামলা প্রসঙ্গে জাফর ইকবাল বলেন, ছাত্রদের ওপর এ হামলা বাড়াবাড়ি। এটা যেন বিস্ফোরণের পর্যায়ে না যায়। এ হামলার ঘটনায় আমি সত্যিই মর্মাহত। ছাত্রদের গায়ে হাত দেয়া খুবই খারাপ।

আরও পড়ুন : 

এসজে/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission