‘এই আন্দোলনের ভেতর কোনো জামায়াত-শিবির নেই’

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৬ এপ্রিল ২০১৮ , ০৫:৩৯ পিএম


‘এই আন্দোলনের ভেতর কোনো জামায়াত-শিবির নেই’

কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে একটি কুচক্রীমহল জামায়াত-শিবির পরিচয় দিতে উঠেপড়ে লেগেছে। এটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। আন্দোলন ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এটি করা হচ্ছে। এই আন্দোলনের ভেতর কোনো জামায়াত-শিবির নেই।

বিজ্ঞাপন

সোমবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে আন্দোলনকারীরা এ কথা বলেন। এসময় সংগঠনটির আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম-আহ্বায়ক নুরুল হক নুরু, ফারুক হাসান, রাশেদ খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

তারা আরও বলেন, আন্দোলনকারী নেতাকর্মীদের হয়রানি করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রী যখন ছাত্র সমাজের ক্ষোভের কথা বুঝতে পেরে দাবি মেনে নিয়েছেন, তখন একটি মহল এটি বানচালের চেষ্টা করছে।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন : কারাগারে খালেদা জিয়া ভালো আছেন: নাসিম
--------------------------------------------------------

তারা বলেন, আমাদের যারা বিরোধী রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করছেন, তারা আওয়ামী লীগ ও সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছেন। আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্যদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা আমাদের সম্পর্কে তথ্য-উপাত্ত সংগ্রহ করেছে। তারা ইতিবাচক পেয়েছে বলেই আমাদের আন্দোলনে কোনো বাধা দেয়নি। কিন্তু দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের ভিন্ন পরিচয় দিয়ে আন্দোলন ভিন্নপথে প্রবাহিত করার চেষ্টা চলছে।

এসময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যুগ্ম আহ্বায়ক রাশেদ খান বলেন, ইত্তেফাকে আমাকে জামায়াত-শিবির পরিচয় দিয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবেদনে আমার বাবার নামও ভুল লেখা হয়েছে। পুরো প্রতিবেদনই মিথ্যা তথ্য দিয়ে সাজানো।

বিজ্ঞাপন

সংগঠনের নেতারা আরও বলেন, উপাচার্য স্যারের বাসায় যে হামলা হয়েছে, আমরাও চাই তার বিচার হোক। এ জন্য আমরা সহায়তা করতে প্রস্তুত।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও পুলিশের পক্ষ থেকে যে মামলাগুলো করা হয়েছে তা আগামী দুইদিনের মধ্যে প্রত্যাহার করা না হলে ফের আন্দোলনে নামার ঘোষণা দেন শিক্ষার্থীরা।

আরও পড়ুন :

এমসি/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission