সমকাল সম্পাদক গোলাম সারওয়ার মারা গেছেন

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ১৩ আগস্ট ২০১৮ , ০৯:৫৭ পিএম


সমকাল সম্পাদক গোলাম সারওয়ার মারা গেছেন

না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রথিতযশা সাংবাদিক সমকাল পত্রিকার সম্পাদক গোলাম সারওয়ার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার রাতে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিজ্ঞাপন

এর আগে বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) গোলাম সারওয়ারকে লাইফ সাপোর্টে নেয়া হয়। 

সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

গত ৩ আগস্ট মধ্যরাতে উন্নত চিকিৎসার জন্য গোলাম সারওয়ারকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেয়া হয়। পরদিন সকালে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতিও হয়।

চিকিৎসকরা জানায়, নিউমোনিয়া সংক্রমণ হ্রাসের পাশাপাশি ফুসফুসে জমে থাকা পানিও কমেছে। তার হার্টও স্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে। কিন্তু গত রোববার হঠাৎ করে তার রক্তচাপ কমে যায়। কিডনিও স্বাভাবিকভাবে কাজ করছিল না। এ অবস্থায় সোমবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়।

এর আগে গত ২৯ জুলাই মধ্যরাতে  সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ারকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

বিজ্ঞাপন

এদিকে গোলাম সারওয়ারের ইন্তেকালে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক প্রকাশ করেছেন।

রাষ্ট্রপতি এক শোক বার্তায় বলেন, গোলাম সারওয়ার এর মৃত্যু বাংলাদেশের গণমাধ্যমের জন্য এক অপূরণীয় ক্ষতি। সংবাদপত্র জগতে তিনি ছিলেন অতি পরিচিত মুখ।

রাষ্ট্রপতি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission