• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শোক দিবস উপলক্ষে বঙ্গভবনে রাষ্ট্রপতির মিলাদ মাহফিল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৮, ২১:২০

জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজ (বুধবার) বাদ জোহর বঙ্গভবনে দরবার হলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রাষ্ট্রপতির পরিবারের সদস্য, সংশ্লিষ্ট সচিবগণ, বেসামরিক ও সামরিক কর্মকর্তা এবং বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা মিলাদ ও দোয়া মাহফিলে যোগ দেন।

বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মওলানা মুহাম্মদ সাইফুল কবির মোনাজাত পরিচালনা করেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৫ আগস্ট শাহাদাত বরণকারী তার পরিবারের সদস্য এবং ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদ, বিভিন্ন সময় গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এর আগে বঙ্গভবনে দরবার হলে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরের পরিচালনায় বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
X
Fresh