• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জাতির পিতার স্বপ্ন পূরণ হলে তার আত্মা শান্তি পাবে : প্রধান বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৫ আগস্ট ২০১৮, ২১:৫১

জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্যে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তার বিদেহী আত্মা শান্তি পাবে। বললেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

বুধবার জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এছাড়া শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এ সময় সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আইনজীবী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের এই দিনে পরিবার পরিজনসহ নির্মম হত্যাকাণ্ডের শিকার হন স্বাধীন বাংলাদেশের স্থপতি। এটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অশ্রুভেজা কলঙ্কময় রাত।