• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কৃষকের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, মাদারীপুর

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫৬

মাদারীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জন কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে কালকিনি ও দুপুরে শিবচরে দুর্ঘটনা দুটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার সকালে জেলার কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের পূর্ব বনগ্রাম এলাকার কৃষক শাহজাহান ফকির (৬৪) নিজের পানের বরজে কাজ করছিল।

এ সময় তিনি অসাবধানতাবশত পানের বরজের পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারে স্পৃষ্ট হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের মোড়লকান্দি গ্রামের কৃষক জিন্নত মোড়ল (৫৮) নিজের বাগানে বাঁশ কাটছিল।

এ সময় অসাবধানতাবশত বাঁশের আগায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) উত্তম প্রসাদ পাঠক ঘটনা দু'টির তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

জেবি/এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
ভৈরবে বোরো ধানের বাম্পার ফলন, শঙ্কায় কৃষক
নাটোরে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু
রাজশাহীতে হিটস্ট্রোকে কৃষকের মৃত্যু  
X
Fresh