• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নাটোরে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নাটোর প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৭, ১৬:১৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার আহম্মেদপুর বোডিং ও এতিমখানা মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শিক্ষকের নাম আতাউর রহমান। তিনি রাজশাহী বাঘা উপজেলার দিঘা গ্রামের আকতার হোসেনের ছেলে এবং ওই মাদরাসার শিক্ষক।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহরিয়ার খাঁন আরটিভি অনলাইনকে জানান, আতাউর রহমান নামের ওই শিক্ষক প্রায় তিন বছর যাবত মাদরাসায় শিক্ষকতা করছেন। এর আগেও এই শিক্ষকের বিরুদ্ধে দুটি ছেলে বলাৎকারের অভিযোগ এনেছিলো। কিন্তু বিষয়টি ধামাচাপা পড়ে যায়। পরবর্তীতে নতুন করে ছয় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ ওঠে। পরে এক শিক্ষার্থীর অভিভাবক আসাদুজ্জামান বড়াইগ্রাম থানায় মামলা করে। মামলার প্রেক্ষিতে সোমবার ভোর রাতে মাদরাসা থেকে আতাউর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ওই শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরো জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ছয়জন ভিকটিমের মধ্যে একজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে ডাক্তারি রিপোর্ট পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।