পাবনা থেকে আরো সুচিত্রা সেন আসবে
মহানায়িকা সুচিত্রা সেনের জন্ম পাবনায়। এটা পাবনাবাসীর জন্য গর্বের। সুচিত্রা সেনকে ধারণ ও অনুসরণ করলে ভবিষ্যতে পাবনা থেকে আরো সুচিত্রা সেন বেরিয়ে আসবে।
বুধবার সকালে সুচিত্রা সেনের শৈশবের বিদ্যাপিঠ পাবনা টাউন গালর্স হাইস্কুলে এক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন।
সুচিত্রা সেনের চতুর্থ প্রয়াণ দিবস পালনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় তার জন্মস্থান পাবনায় স্মরণসভার আয়োজন করে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। স্মরণসভার শুরুতে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়।
বক্তারা আরো বলেন, সুচিত্রা সেনের বাড়ি নিয়ে আর্কাইভ গড়ে তুলতে পাবনাবাসীর যে প্রত্যাশা তা এখনও পূরণ হয়নি।
সরকারকে এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক গৌতম কুমার বিশ্বাস, জেলা পরিষদের প্রধান নির্বাহী কাজী আতিয়ুর রহমান, পাবনা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক শিবজিত নাগ, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সহ-সভাপতি ডা. রামদুলাল ভৌমিক।
অনুষ্ঠানে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান পরিবেশন করেন শিল্পীরা।
আরও পড়ুন
জেবি/এমকে
মন্তব্য করুন