• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আগুনে দগ্ধ হয়ে দুদিনে আরও ৪ জনের মৃত্যু

রংপুর প্রতিনিধি

  ১৮ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯

প্রচণ্ড শীতে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা এক গৃহবধূসহ দুদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন, কুড়িগ্রামের নুরেসা বেগম, দিনাজপুরের সালমা খাতুন, রংপুরের মিঠাপুরের শাহী নূরী বেগম ও পঞ্চগড়ের আরজিনা বেগম।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী পরিচালক নূরে আলম সিদ্দিক জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে নূরেসা বেগমের মৃত্যু হয়। বাকিরা বুধবার রাতে মারা যান।

এই চারজন নিয়ে এই মাসে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসার পর মারা যান ১৭ জন। চিকিৎসাধীন রয়েছেন আরও ৫৬ জন।

তিনি জানান, নুরেসা বেগম হাসপাতালে ভর্তি হয়েছিলেন গেলো রোববার। এর আগে ১৩ জানুয়ারি সালমা, ১৪ জানুয়ারি শাহীনুরী ও ৯ জানুয়ারি আরজিনা ভর্তি হন।

এদের মধ্যে আরজিনা ছিলেন সাত মাসের অন্তঃসত্ত্বা। তার শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল।

আরও পড়ুন

জেবি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন: ড. ইউনূস
৮ দফা দাবি আদায়ে রংপুরে সনাতনীদের বিভাগীয় সমাবেশ
রংপুরে মৃদু ভূমিকম্প অনুভূত
গ্লোবাল সুপার লিগকে যেভাবে দেখছেন রংপুরের অধিনায়ক