নারায়ণগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা
নারায়ণগঞ্জে হকার ইস্যুতে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ৬০০ জনকে আসামি করে মামলা করছে পুলিশ।
বুধবার রাতে সদর মডেল থানার পরিদর্শক(অপারেশন) জয়নাল আবেদীন বাদী হয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে মামলাটি করেন বলে জানিয়েছেন একই থানার পরিদর্শক(তদন্ত) আব্দুর রাজ্জাক।
ঘটনার পরের দিন ১৭ জানুয়ারি অস্ত্রধারী নিয়াজুল ইসলাম বাদী হয়ে অস্ত্র ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ১৭ জন সমর্থকের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও ৩০/৪০ জনকে আসামি করে সদর মডেল থানায় মামলা করেন। মামলাটি পুলিশ জিডি হিসেবে রের্কড করে।
অন্যদিকে মেয়র আইভীকে হত্যা চেষ্টার অভিযোগে সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম এ সাত্তার বাদী হয়ে নিয়াজুল, শাহ নিজামসহ নয় জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাতনামা আরও এক হাজার জনকে আসামি করে মামলা করেন। এই মামলাও জিডি হিসেবে রের্কড করে পুলিশ।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি হকার বসানোকে কেন্দ্র করে মেয়র আইভী এবং তার লোকজনের ওপর সংসদ সদস্য শামীম ওসমানের লোকজন ও হকাররা হামলা চালায় বলে অভিযোগ করা হয়। তবে এ অভিযোগ অস্বীকার করা হয় শামীম ওসমানের পক্ষ থেকে। এসময় দুই পক্ষের সংঘর্ষে মেয়র, সাংবাদিকসহ একশ’রও বেশি লোক আহত হয়।
আরও পড়ুন
কে/জেএইচ
মন্তব্য করুন