নিখোঁজ কবি, লেখক ও কলামিস্ট ফরহাদ মজহারের খোঁজ পেতে মোবাইল ট্র্যাকিং করে খুলনায় অভিযান চালাচ্ছে র্যাব।
এর আগে মোবাইল ট্র্যাকিং করে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে তার অবস্থান শনাক্ত করে পুলিশ। তাকে উদ্ধার করতে সম্ভাব্য সব জায়গায় রেড দেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
সন্ধ্যায় খুলনার এডিএ এপ্রোচ রোডে ফরহাদ মজহারের সন্ধানে অভিযান চালায় র্যাব-৬। তারা একটি বাড়িতে অভিযান চালায়। বাড়ির পাশেই একটি পরিত্যক্ত মাইক্রোবাস থাকায় র্যাবের সন্দেহ হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর ফরহাদ মজহার যে নম্বরটি দিয়ে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলেন সে নম্বরটি ট্র্যাকিং করা হয়েছে।
এতে দেখা গেছে গাবতলী, পাটুরিয়া ফেরিঘাট পার হয়ে বর্তমানে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে তার অবস্থান শনাক্ত করা গেছে।
এদিকে ফরহাদ মজহারকে অপহরণের অভিযোগে আদাবর থানায় একটি জিডি লিপিবদ্ধ করা হয়েছে। জিডি নং-১০১।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের বলেছেন, মজহার সাহেবের নম্বরটি ট্র্যাকিং করে বিভিন্ন পয়েন্টে তার অবস্থান আমরা দেখতে পেরেছি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের দিকে তার অবস্থান শনাক্ত হয়েছে। আমরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ রাখছি। তাকে খুঁজে পেতে সর্বোচ্চা গুরুত্ব দিয়ে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।
এমকে