• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

শেয়ারহোল্ডারদের আরো ১০৫ শতাংশ লভ্যাংশ দেবে রেনেটা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৭, ১৮:২৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। কোম্পানিটি ১০৫ শতাংশ লভ্যাংশ দেবে।

এর মধ্যে ৯০ শতাংশ নগদ লভ্যাংশ। আর বাকি ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

আজ শনিবার কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

উল্লেখ, কোম্পানিটি এর আগে অন্তর্বর্তীকালীন ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছিল। সবমিলে ৩০ জুন, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরে কোম্পানিটি মোট ১৪৫ শতাংশ লভ্যাংশ দিচ্ছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪২ টাকা ৮৯ পয়সা। এছাড়া সমন্বিত ইপিএস হয়েছে ৪৩ টাকা ৯৮ পয়সা।

কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২১২ টাকা ৫৪ পয়সা।

লভ্যাংশের জন্য আগামী ৯ ডিসেম্বর সকাল ১১টায় লেকশোর হোটেলে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ নভেম্বর।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
X
Fresh