সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮ , ০১:০৮ পিএম


সোমবার সন্ধ্যায় বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

দেশে বিদ্যুৎ উৎপাদন দিন দিন বাড়ছে। ২০২১ সালের  মাধ্যমে সরকার সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। আর এ লক্ষ্য পূরণের পথ এগিয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) বলছে, সোমবার আবারও নতুন রেকর্ড গড়েছে দেশের উৎপাদিত বিদ্যুৎ। এদিন সন্ধ্যা ৭টার দিকে ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী জানান, দেশে এযাবৎকালের এটিই সর্বোচ্চ রেকর্ড পরিমাণ বিদ্যুৎ উৎপাদন।

বিজ্ঞাপন

এর আগে ১৮ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল।

উল্লেখ্য, এবছর ৭ জুলাই দেশের বিদ্যুৎ উৎপাদন প্রথমবারের মত ১১ হাজার মেগাওয়াটের মাইলফলক অতিক্রম করে। এদিন ১১ হাজার ৫৯ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছিল। পরে ১১ জুলাই ১১ হাজার ২১০ মেগাওয়াট ও ১৪ জুলাই ১১ হাজার ৩০৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়।

আরও পড়ুন :

বিজ্ঞাপন

এসআর

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission