• ঢাকা শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১
logo

আজান নয়, সনুর আপত্তি লাউডস্পিকারে

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ এপ্রিল ২০১৭, ১৩:১০

আজান নিয়ে বিতর্কিত টুইট করে সোমবার সোশ্যাল মিডিয়ায় দিনভর ট্রোলড হয়েছেন গায়ক সনু নিগম। সেই ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করতে মঙ্গলবার আবারো টুইট করলেন তিনি।

তিনি নতুন টুইটে লিখেন, ‘আপনার স্ট্যান্ড দেখে বোঝা যায় আপনার আইকিউ। আমি বলেছিলাম মসজিদ এবং মন্দিরে লাউডস্পিকার বাজানো উচিত নয়।’

মুম্বাইতে সনু যেখানে থাকেন তার ঠিক সামনেই একটি মসজিদ রয়েছে। প্রতিদিন ভোরে আজানের শব্দে তার ঘুম ভাঙে বলে দাবি সনুর। আর সেই আজান নিয়ে বিরক্তি জানাতে গিয়ে সনু প্রথমে ‘ঈশ্বর সকলের মঙ্গল করুন’ লিখে সোমবার টুইট শুরু করেছিলেন। কিন্তু তার পরেই কয়েকটি বাক্য জুড়ে দেন। লিখেছিলেন, তিনি মুসলিম নন। অথচ প্রতিদিন সকালে আজানের আওয়াজে তার ঘুম ভাঙে। এরপরেই তার প্রশ্ন, ‘জোর করে এভাবে ধর্মের শব্দ ঘোষণা এ দেশে কবে বন্ধ হবে?’ এখানেই থামেননি সনু । মিনিট পাঁচেক পরের এক টুইটে লিখেছেন, ‘হযরত মুহাম্মদ (সা.) যখন ইসলাম ধর্ম প্রবর্তন করেন, তখন বিদ্যুৎ ছিল না। এডিসনের বিদ্যুৎ আবিষ্কারের ফলে আমাকে কেনো এ কর্কশ শব্দের শিকার হতে হবে?’

সনুর এ মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড় ওঠে। তার মন্তব্যকে সমর্থন করার পাশাপাশি প্রচুর মানুষ তার সমালোচনাও করেন। সেটা সামলাতেই সনু মঙ্গলবার ফের টুইট করলেন।

এপি / এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়