• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মামুনুর রশীদের সাদা চুলের রহস্য কী?

আরটিভি অনলাইন রিপো্র্ট

  ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫০
ছবি: সংগৃহীত

অভিনয় নৈপুণ্যে দর্শকের হৃদয় জয় করেছেন চঞ্চল চৌধুরী। এই অভিনেতার শুরুটা ছিল আরণ্যক নাট্যদলে। মঞ্চে ‘রাঢ়াঙ’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করে প্রশংসিত হন। পরবর্তীতে টেলিভিশন নাটক এবং সিনেমায় অভিনয় করে পান তারকাখ্যাতি।

চঞ্চল চৌধুরী সম্প্রতি অভিনয় করেছেন অনম বিশ্বাসের পরিচালনায় ‘দেবী’ সিনেমায়। মিসির আলী চরিত্রে সিনেমাটিতে দেখা যাবে তাকে। এর আগে অমিতাভ রেজার পরিচালনায় ‘আয়নাবাজি’ সিনেমায় অভিনয় করে তুমুল প্রশংসিত হয়েছেন চঞ্চল।

সিনেমার পাশাপাশি নিয়মিত অভিনয় করেন টিভি নাটকে। সম্প্রতি একটি নাটকের শুটিং সেটে নাট্যগুরু মামুনুর রশীদের সঙ্গে শুটিং করেছেন তিনি। সেই মুহূর্তের একটি ছবি ফেসবুকে শেয়ার করেছেন চঞ্চল।

‘আয়নাবাজি’-খ্যাত চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘মামুন ভাই, আমার-আমাদের নাট্যগুরু মামুনুর রশীদ। আরণ্যক নাট্যদলের প্রাণপুরুষ। আমার অভিনয়ের হাতেখড়ি তাঁর কাছেই। অনেকদিন পর আমি, খুশি(অভিনেত্রী শাহনাজ খুশি), মামুন ভাই একসঙ্গে অনিমেষ আইচের ধারাবাহিক নাটক ‘জোসনাময়ী’তে অভিনয় করছি।’