• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইরান-চীন ২৫ বছর মেয়াদী চুক্তির বিষয়ে ঐক্যমত

আরটিভি নিউজ

  ১১ অক্টোবর ২০২০, ১৭:১৬
iran, china, vaccine,
ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী

কৌশলগত অংশীদারিত্ব চুক্তির বিষয়ে চীনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এ মন্তব্য করেন।

তিনি বলেন, চীনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় তেহরান-বেইজিং দুপক্ষই মার্কিন একাধিপত্যবাদের বিরোধিতা করেছে।

এর আগে গতকাল শনিবার চীনের রাজধানী বেইজিং পৌঁছান জাওয়াদ জারিফ। তিনি ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী তার অফিসিয়াল টুইটার পেইজে লিখেছেন, ‘সুন্দর তেংচংয়ে আমার বন্ধু ওয়াং ই'র সঙ্গে ইরান-চীন পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদারিত্ব চুক্তি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।”

টুইটে তিনি আরও জানান, আমেরিকা যে এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চায় তার সে বিষয়ে ইরান ও চীনের নিজেদের বিরোধিতার কথাও জানান তিনি। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করা এবং ২৫ বছর মেয়াদী চুক্তির বিষয় নিয়েও একমত হয়েছে তেহরান ও বেইজিং।

এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে দুই দেশ পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। ২০১৫ সালের পরমাণু সমঝোতা এবং করোনাভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন তৈরি ক্ষেত্রে সহযোগিতা নিয়েও ঐকমত্য হয়েছে দুই দেশ।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
X
Fresh