• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

কলকাতায় আশুরার দিনে প্রতিমা বিসর্জন দেয়া যাবে: হাইকোর্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

  ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫২

আগামী ১ অক্টোবর আশুরার দিনে প্রতিমা বিসর্জনও দেয়া যাবে। বৃহস্পতিবার এমন রায় দিয়েছেন কলকাতা হাইকোর্ট।

এ ব্যাপারে রাজ্য সরকারের জারি করা নিষেধাজ্ঞার ওপরে স্থগিতাদেশ জারি করে অস্থায়ী প্রধান বিচারপতি রাকেশ তিওয়ারি ও হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ বলেছে, দশমি থেকে ৪ অক্টোবর প্রতিদিন রাত ১২টা পর্যন্ত বিসর্জন হবে।

আশুরার দিনে বিসর্জন নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে আসছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য ছিল, আশুরার দিন বিসর্জন হবে না। সব ধর্মের মানুষের কথা ভেবে, সব দিকে শান্তি বজায় রাখতেই এ সিদ্ধান্ত। বিসর্জন ও মহররম নির্বিঘ্নে হোক।

তবে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্তকে বৃহস্পতিবার আদালত নির্দেশ দিয়েছেন, বিভিন্ন পুলিশ কমিশনারেট ও বিভিন্ন জেলার প্রশাসনকে বিসর্জন সংক্রান্ত নির্দেশ জানিয়ে দিতে হবে। বিসর্জন ও ধর্মীয় মিছিল কোন রাস্তা দিয়ে যাবে— তা নির্ধারণ ও নিয়ন্ত্রণ করবে সংশ্লিষ্ট প্রশাসন। বিসর্জনের শোভাযাত্রা ও ধর্মীয় মিছিলে অংশগ্রহণকারীদের সংযত আচরণ করার নির্দেশও দিয়েছেন আদালত।

এর আগে মহররমের দিনে বিসর্জন বন্ধ থাকবে বলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। এরপর ওই নিষেধাজ্ঞার বিরুদ্ধে মামলা হয়।

আবেদনকারীদের আইনজীবী স্মরজিৎ রায় চৌধুরী ও পার্থ ঘোষেরা দাবি করেন, এই নিষেধাজ্ঞা ধর্মাচরণ নিয়ে সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থী।

এপি/সি

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়লেন বাঁধন
আপিল বিভাগে নিয়োগ পাচ্ছেন ৩ বিচারপতি
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
বেনজীরের সম্পদ: অনুসন্ধান প্রতিবেদন নিয়ে দুদককে হাইকোর্টের যে নির্দেশ
X
Fresh