• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পুতিনের সঙ্গে বৈঠকে বসছেন রুহানি ও এরদোগান

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ নভেম্বর ২০১৭, ২২:২৯

আগামী ২২ নভেম্বর রাশিয়ার উপকূলীয় শহর সোচিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি ও তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

গতকাল বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

পেসকভ বলেন, তিন রাষ্ট্রপ্রধান সিরিয়ার সর্বশেষ ঘটনাবলী নিয়ে আলোচনা করবেন। এছাড়া, সিরিয়ায় চলমান সহিংসতা কমানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, দেশটির ভেতরে প্রতিষ্ঠিত নিরাপদ অঞ্চল এবং দুর্দশাগ্রস্ত লোকজনের কাছে মানবিক সহায়তা পাঠানোর বিষয়েও কথা বলবেন তারা।

পাশাপাশি সিরিয়া ইস্যুতে আসন্ন জেনেভা সম্মেলনে ইরান, রাশিয়া ও তুরস্কের অবস্থান কী হবে তা নিয়েও আলোচনা করবেন এই তিন নেতা।

এ পর্যন্ত সিরিয়া ইস্যুতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় ইরান, তুরস্ক ও রাশিয়ার উদ্যোগে সাত দফা বৈঠক হয়েছে। গত ৩০ ও ৩১ অক্টোবর সর্বশেষ বৈঠক হয়। এসব বৈঠকে থেকে সিরিয়ায় যুদ্ধরত পক্ষগুলোকে চারটি নিরাপদ অঞ্চলে প্রতিষ্ঠায় সম্মত করা গেছে যা দেশটিতে যুদ্ধ কমাতে ব্যাপাকভাবে সাহায্য করেছে।

তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে সৌদি আরবের করা ইরান ও মধ্যপ্রাচ্য ইস্যুতে মন্তব্য নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আন্তর্জাতিক এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মস্কো হামলা : যত টাকার বিনিময়ে গুলি চালায় বন্দুকধারীরা
মস্কো হামলায় জড়িত সবাই শাস্তি পাবে : পুতিন
পুতিনকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা
মস্কোর রেড স্কয়ারে ভাষণ দিলেন পুতিন
X
Fresh