আফগানিস্তানে সেভ দ্য চিলড্রেন কার্যালয়ে হামলা
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের অফিসে হামলার ঘটনা ঘটেছে। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় অন্তত ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। খবর বিবিসির।
তারা জানাচ্ছেন, আত্মঘাতী গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা শুরু হয়। এরপর সন্ত্রাসীরা মেশিন গান ও আরপিজি বন্দুক ব্যবহার করে উঁচু ভবন থেকে হামলা চালাচ্ছে।
ছবিতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা ওই এলাকা ছেড়ে পালিয়ে যাচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে কেউই এই হামলার দায় স্বীকার করেনি।
জালালাবাদ শহরটি পাকিস্তান সীমান্তের সঙ্গে লাগোয়া। শহরটি প্রায়ই তালেবানদের হামলার লক্ষ্যবস্তু হয়ে থাকে। কিন্তু জালালাবাদে ইসলামিক স্টেটও বেশ শক্তিশালী। তারা ২০১৫ সাল থেকে সেখানে সক্রিয় রয়েছে।
শনিবার রাজধানী কাবুলে একটি বিলাসবহুল হোটেলে হামলার কয়েকদিন পরই এ ঘটনা ঘটলো। ওই হামলায় ২২ জন নিহত হন। যাদের বেশিরভাগই বিদেশি ছিলেন।
নারগড়হার গভর্নরের মুখপাত্র আতুল্লাহ খোগয়ানি এএফপিকে বলেন, কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার কিছুক্ষণের মধ্যেই স্থানীয় সময় সকাল ৯ টা ১০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।
খোগয়ানি বলেন, একদল সশস্ত্র লোক চত্বরে ঢুকে পড়ে। আহত ১১ জনকে হাসপাতালে নেয়া হয়।
আরও পড়ুন
এ
মন্তব্য করুন