আইভরি কোস্টের রাজধানী আবিদজানে এক ভয়াবহ বন্যায় অন্তত ১৮জন নিহত হয়েছেন। এছাড়া ঘরহারা হয়েছেন শত শত মানুষ। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। খবর স্কাইনিউজ, আল-জাজিরা।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সিদিকি দিয়াকাইট সাংবাদিকদের বলেন, কয়েকদিন ধরে টানা প্রবল বর্ষণে ১৮ জুন সোমবার দেশটির আবিদজানে বন্যার সৃষ্টি হয়েছে। এতে নিহত হয়েছেন অন্তত ১৮ জন। অনেকের বাড়ি-ঘর বন্যার পানিতে ভেসে গেছে। ঘরহারা হয়েছেন শত শত পরিবার।
জরুরি সংস্থাগুলো মঙ্গলবার উদ্ধারকাজ চালিয়েছে। পুরো অঞ্চলজুড়ে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার আবিদজানের অনেক রাস্তা বন্যায় প্লাবিত হয়েছে। কিছু কিছু রাস্তায় গর্তের সৃষ্টি হয়েছে।
এখন পর্যন্ত বন্যায় আক্রান্ত ১১৫ জনকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে পাঠানো হয়েছে। তাদেরই একজন কাদিদিয়াতৌ দিয়াল্লো। তিনি বলেন, আমি আমার ঘরের ছাদ ভেঙে আমার প্রতিবেশীদের কাছে চিৎকার করে সাহায্য চাই। তিনি আমার সন্তানদের ছাদ দিয়ে বের করে নিতে আসেন।
এপি/পি