পবিত্র শবে বরাত কবে পালন করা হবে তা জানা যাবে আজ মঙ্গলবার সন্ধ্যায়। হিজরি ১৪৩৯ সনের শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা সভায় বিষয়টি চূড়ান্ত করা হবে।
আজ সন্ধ্যা পৌনে ৭টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এই সভা শুরু হবে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান সভায় সভাপতিত্ব করবেন।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিনগত রাত) শবে বরাত পালিত হয়। শাবান মাস শেষেই শুরু হয় মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান।
--------------------------------------------------------
আরও পড়ুন : ত্বকির চিকিৎসায় ৭ লাখ টাকা দরকার
--------------------------------------------------------
মুসলমানদের কাছে ‘ভাগ্যরজনী’ হিসেবে পরিচিত শবে বরাতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কুরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন। এজন্য শবে বরাতের পরের দিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকে।
মঙ্গলবার শাবান মাসের চাঁদ দেখা গেলে বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। আর শবে বরাত পালিত হবে ১ মে দিনগত রাতে। চাঁদ দেখা না গেলে বুধবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হবে, শাবান মাস শুরু হবে বৃহস্পতিবার। এক্ষেত্রে ২ মে দিনগত রাতে শবে বরাত পালিত হবে।
আরও পড়ুন :
পি