জামিন পেয়ে নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া : নাসিম

রোববার, ১১ মার্চ ২০১৮ , ১০:৫৭ পিএম


জামিন পেয়ে নির্বাচনে অংশ নেবেন খালেদা জিয়া : নাসিম

বিএনপি সব সময়ে বলে আমরা গণতান্ত্রিক দল। আমরা গণতন্ত্র রক্ষার জন্য কাজ করছি। তাই বলি বিএনপি যে গণতান্ত্রিক দল আগামী নির্বাচনে অংশ নিয়ে তা তারা প্রমাণ করুক। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জামিন পেয়ে আগামী নির্বাচনে অংশ নেবেন এমন আশা করি। বললেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বিজ্ঞাপন

আজ (রোববার)প্রথম আলো আয়োজিত শিশু অপুষ্টি পরিস্থিতি ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নাসিম বলেন, আইনি বাধায় কেউ নির্বাচনে অংশ নিতে না পারলে সেক্ষেত্রে সরকারের কোনো দায় নেই। তবে সরকার চায় না কাউকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন করতে। আমরা চাই খালেদা জিয়া আগামী নির্বাচনে অংশ গ্রহণ করুক।

বিজ্ঞাপন

তিনি বলেন, সরকারের বিরুদ্ধে মিথ্যাচার না করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। সংবাদ সম্মেলন ও মানবন্ধনের নামে প্রতিনিয়ত সরকারের নামে মিথ্যাচার করা থেকে বিরত থাকুন।

আরও পড়ুন:

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission