• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

প্রোটিয়াদের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক

  ২১ অক্টোবর ২০১৭, ২০:১২

পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ক্রিকেট দল। ওয়ানডে সিরিজে বাকি রয়েছে আর একটি ম্যাচ। রোববার ইস্ট লন্ডনে হবে ম্যাচটি। এরপরই মাঠে গড়াবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেন মাশরাফি বিন মুর্তজা। এই ফরম্যাটে তার স্থলাভিষিক্ত হয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তাকে অধিনায়ক করে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। ইনজুরি আক্রান্ত তামিমের জায়গায় ফিরেছেন পয়েট অব ডায়নামো মুমিনুল হক। আর চোটগ্রস্ত মুস্তাফিজের পরিবর্তে দলে ভেড়ানো হয়েছে পেসার শফিউল ইসলামকে।

ওয়ানডে সিরিজ শেষে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেশে ফিরবেন বোলিং বিস্ময় মুস্তাফিজুর রহমান। তার আগের দিন (২২ অক্টোবর) ফেরার কথা ড্যাশিং ওপেনার তামিম ইকবালের।

মাশরাফির অবসরের পর সাকিবের নেতৃত্বে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নামবেন মুশফিক-সাব্বিররা।