হৃদয়ের সেঞ্চুরিতে যুবাদের সংগ্রহ ২৬৪
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে কানাডাকে ২৬৫ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ দল।
আজ সোমবার নিউজিল্যান্ডের লিঙ্কনে বের্ট সাটক্লিফ ওভাল স্টেডিয়ামে জয়ের লক্ষ্যে ব্যাট করছে কানাডা দল। ৩১ ওভার পর্যন্ত ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১১০ রান। টাইগার যুবাদের হয়ে দুটি উইকেট নিয়েছেন আফিফ হোসেন।
প্রথম ম্যাচে নামিবিয়ার বিপক্ষে জয় পেয়ে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশের যুবারা। এদিন টস হেরে ব্যাট করতে নেমে তৌহিদ হৃদয়ের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৬৪ করতে সক্ষম হয় সাইফ হাসান নেতৃত্বাধীন দলটি।
ওপেনার পিনাক ঘোষ রানের খাতা না খুলতেই প্যাভিলিয়নে ফিরে যান। তবে রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার মোহাম্মদ নাইম। দলীয় ২৯ রানে অধিনায়ক সাইফ হাসান ফিরে গেলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশের যুবারা। ব্যক্তিগত ৪৭ ও দলের ৯১ রানে আউট হন নাইম।
হৃদয় ও আফিফ হোসেন ১১১ রানের জুটি গড়েন। অর্ধশতক তুলে দলীয় ২০২ রানে আউট হন আফিফ। অন্যদিকে সেঞ্চুরি তুলে নেন হৃদয়। ইনিংসের শেষ বলে আউট হন তিনি। ১২৬ বলে ১২২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান।
শেষ দিকে আমিনুল ইসলাম ১৯ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৫ রান করেন।
কানাডা অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ফাইসাল জামখান্দি নেন ৫টি উইকেট। এছাড়া রোমেল শেহজাদ, রিশিভ জোশি ও আকাশ গিল নেন একটি করে উইকেট।
এ ম্যাচে জয় পেলেই কোয়ার্টার-ফাইনাল অনেকটাই নিশ্চিত হবে সাইফ বাহিনীর।
ওয়াই/এসজে
মন্তব্য করুন