মেসির রেকর্ডের সঙ্গে বার্সার শাপমোচন
গতরাতে বার্সা শুধু একটি ম্যাচই জিতেনি। কালিমামুক্ত করেছে তাদের দীর্ঘ ১১ বছরের লালিত স্বপ্ন। সেই সঙ্গে এমন একটি দিনে নিজেকেও অন্য উচ্চতায় নিয়ে গেছেন বিশ্বসেরা ফুটবল জাদুকর লিওনেল মেসি।
লিগে গত ১১ বছরের মধ্যে এই প্রতিপক্ষের মাঠে কাতালান ক্লাবটির এটা প্রথম জয়। এখানে আগের সাত ম্যাচের পাঁচটিতে হেরেছিল বার্সেলোনা, বাকি দুটি ড্র। ২০০৭ সালের পর স্পেনের শীর্ষ লিগে সোসিয়েদাদের মাঠ আনোয়েতায় বার্সেলোনার এই প্রথম জয়।
গতরাতেও হারতে বসেছিল বার্সা। কিন্তু প্রথমে পাওলিনহো, পরে সুয়ারেজ ও মেসির রেকর্ড গড়া গোলে কাঙ্ক্ষিত জয় পায় ভালভার্দের শিষ্যরা।
--------------------------------------------------------
আরও পড়ুন: মেসি-সুয়ারেজ-পাওলিনহোর গোলে বার্সার জয়
--------------------------------------------------------
আগের ম্যাচে লেভান্তের বিপক্ষে গোল করে গার্ড মুলারের রেকর্ড ছুঁয়েছিলেন। গত রাতের ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোল করে জার্মান কিংবদন্তিকে ছাড়িয়ে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেলেন লিওনেল মেসি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে একক কোনো ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন বার্সেলোনার আর্জেন্টাইন সুপারস্টারের।
সোসিয়েদাদের মাঠে দুই গোলে পিছিয়ে থেকেও ৪-২ ব্যবধানে জিতে ফিরেছে বার্সেলোনা। আনোয়েতার ম্যাচটিতে ২৫ গজ দূর থেকে নেয়া ফ্রি কিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড করেছেন দেখার মতো গোল। তার বাঁকানো ফ্রি কিক সোসিয়েদাদের বানানো মানব দেয়ালের উপর দিয়ে জড়িয়ে যায় জালে। গোলরক্ষক জেরোনিমো রুই ছিলেন নীরব দর্শক। ওই লক্ষ্যভেদেই মুলারকে ছাড়িয়ে মেসি এককভাবে বসেন ইউরোপিয়ান লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে। মুলারের রেকর্ড ছাড়িয়ে যেতে তার চেয়ে ২৬ ম্যাচ কম খেলেছেন মেসি।
রেকর্ডটা নিজের কাছে অনেক দিন রেখেছিলেন মুলার। ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ইতিহাসের সবচেয়ে বেশি গোলের মালিক ছিলেন জার্মান কিংবদন্তি। ১৯৬৪ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত কাটানো বায়ার্ন মিউনিখ ক্যারিয়ারে বুন্দেসলিগায় ৪২৭ ম্যাচে মুলার করেছিলেন ৩৬৫ গোল। লা লিগায় ৪০১ ম্যাচে মেসির গোল এখন ৩৬৬টি।
বার্সেলোনার জার্সিতে দারুণ সময় পার করা পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী চলতি লিগ মৌসুমে করেছেন ১৭ গোল, পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আবার ৮ গোল। তার সঙ্গে দলের অন্য খেলোয়াড়দের পারফরম্যান্সে লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সেলোনা এগিয়ে আছে ১৯ পয়েন্টে।
সোসিয়াদের মাঠে এই জয়কে কোচ ভালভার্দে শাপ মুক্তি হিসেবেই দেখছেন। তিনি বলেন,(আনোয়েতা) অভিশাপ থেকে মুক্তি পাওয়ায় আমি খুশি। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যেভাবে এটা করলাম। দুই গোলে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানো। এটাই সবচেয়ে ভালো দিক।
লা লিগায় যে মাঠে আমরা কয়েক বছর ধরে জয় পাইনি সেখানে খুবই ভালো ফুটবল খেলে এমন একটি দলের বিপক্ষে ঘুরে দাঁড়াতে পারবো, নিজেদের উপর সে বিশ্বাস আমাদের ছিল।
আরও পড়ুন
এএ
মন্তব্য করুন