গ্রিজম্যানে নয়, দিবালায় ভরসা মেসির
অনেক জল ঘোলা করে বার্সার ইতিহাসে রেকর্ড ট্রান্সফার গড়ে অ্যানফিল্ড থেকে ক্যাম্প ন্যুয়ে নোঙর ফেলেন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো। অবশ্য ইনজুরি আক্রান্ত থাকায় এখন পর্যন্ত অভিষেক হয়নি এ তারকার।
কুতিনহোর ট্রান্সফারের রেশ কাটতে না কাটতে অঁতোয়ান গ্রিজম্যানকে কেনার গুঞ্জন ছড়িয়ে পড়েছে ট্রান্সফার মার্কেটে। আগে থেকেই কুতিনহো, গ্রিজম্যান, দিবালা জানুয়ারির ট্রান্সফার মৌসুমে বার্সেলোনার রাডারে ছিল।
ফিলিপ কুতিনহোর পর বার্সার ডেরায় কে ভিড়ছে এ নিয়েই শোরগোল শুরু হয়েছে ফুটবল বিশ্বে। এরই মধ্যে গ্রিজম্যানকে বার্সায় ভেড়ার ব্যাপারে ইতোমধ্যে নাকি ভেটো দিয়েছেন দলের প্রভাবশালী খেলোয়াড় লিওনেল মেসি। তার দাবি গ্রিজম্যান নয়, দলে ভেড়ানো হোক পাওলো দিবালাকে।
--------------------------------------------------------
আরও পড়ুন: ইউরোপের ১০ লিগের সর্বোচ্চ গোলদাতার সামনে মেসি
--------------------------------------------------------
স্প্যানিশ সংবাদমাধ্যম মি ওটরা লিগা বলছে, পুরো দলের স্বার্থেই ফরাসি ফরোয়ার্ড গ্রিজম্যানকে ভেড়াতে চায় বার্সা কর্তৃপক্ষ। তবে এর ঘোরবিরোধী মেসি। ক্ষুদে জাদুকর সরাসরি জানিয়ে দিয়েছেন- ‘গ্রিজম্যান নয়, যদি ভেড়াতেই হয় তা হলে দিবালাকে ভেড়ান।’
যদিও এর পরিপ্রেক্ষিতে বার্সা কর্তৃপক্ষের কোনো ভাষ্য পাওয়া যায়নি।
গত কয়েক বছর ধরেই জুভেন্টাসের হয়ে আলো ছড়িয়ে যাচ্ছেন দিবালা। চলতি মৌসুমেও ফর্মের তুঙ্গে রয়েছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। এখন পর্যন্ত মৌসুমে ২৮ ম্যাচে করেছেন ১৭ গোল।
চলছে ইউরোপের দলবদলের মৌসুম। দিবালার ওপর পাখির চোখ করে রয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জুভেন্টাস তারকাকে নাকি দলে ভেড়াতে এরই মধ্যে যোগাযোগ শুরু করেছে ম্যানইউ। এবার চাউর হল বার্সার কথাও।
যদিও ইতোমধ্যে ম্যানইউয়ের আগ্রহ দেখে জুভেন্টাস বলে দিয়েছে দিবালাকে তারা বিক্রি করতে রাজি নয়। যদি তারা ইচ্ছার বিরুদ্ধে নিতে চায় তাহলে ১৭০ মিলিয়ন গুনতে হবে।
কাতালান ক্লাবটিতে অগাধ প্রভাব রয়েছে মেসির। প্রতিবার দলবদলে তা স্পষ্ট হয়ে ওঠে। যার ফসল কুতিনহো। এবার চাচ্ছেন দিবালাকে।
এখন দেখার বিষয়, আর্জেন্টাইন সতীর্থকে টানতে বার্সাকে কতটা প্রভাবিত করতে পারেন ফুটবলের বরপুত্র।
আরও পড়ুন
এএ/ওয়াই
মন্তব্য করুন