বিশ্বকাপ ট্রফি হাতছাড়া হচ্ছে ভারতের!
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে অস্ট্রেলিয়া উড়িয়ে দিয়ে রেকর্ড চতুর্থবারের মত শিরোপা ঘরে তুলেছে ভারতের যুবারা। এবার শিরোপা জয়ের আনন্দের রেশ কাটতে না কাটতেই শিরোপা ছিনিয়ে নেয়ার মতো ঘটতে যাচ্ছে ভারতের বিপক্ষে।
আর এটি ঘটতে পারে তখনই যখন অভিযোগ প্রমাণিত হবে। অভিযোগটি কি? ফাইনাল ম্যাচে জয়ের নায়ক অপরাজিত সেঞ্চুরিয়ান মনজোত কালরার বিরুদ্ধে বয়স চুরির অভিযোগ উঠেছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে তিনি নাকি বয়স লুকিয়ে অংশ নিয়েছিলেন। অভিযোগ সত্যি প্রমাণ হলে বিশ্বকাপ ট্রফি ছিনিয়ে নেয়া হতে পারে ভারতের কাছ থেকে।
শুধু বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্ট নয়, এর আগেও বয়স লুকানোর অভিযোগ শুনতে হয়েছে মনজোতকে। দিল্লির হয়ে খেলার সময় বিষেন সিংহ বেদি এবং কীর্তি আজাদের মতো সাবেক তারকারাও কারলার বিরুদ্ধে বয়স লুকানোর অভিযোগ এনেছিলেন।
এদিকে যার বিরুদ্ধে অভিযোগ সেই কারলা বলেছেন, আমার বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ করা হয়েছে। তবে মেডিক্যাল রিপোর্ট অনুযায়ী সমস্ত অভিযোগই ভুল প্রমাণিত হয়েছে। এর আগে এমন অভিজ্ঞতার সম্মুখীন হইনি। বিষয়টি দুঃখজনক। তবে যত খারাপ সময়ই আসুক না কেন, পরিবারের সমর্থন সবসময় পেয়েছি।
--------------------------------------------------------
আরও পড়ুন: স্পিন-পেসের তাণ্ডবে অর্ধেকেই শেষ টাইগাররা
--------------------------------------------------------
আরও পড়ুন:
এএ
মন্তব্য করুন