প্রিমিয়ার লিগে চলছে মাশরাফি শো
টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়ার পর ওয়ানডে চালিয়ে যাচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। সদ্য শেষ হওয়া ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে সাকিব আল হাসান ইনজুরিতে পড়লে টেস্টে ফেরার আভাসও দেন। কিন্তু বিসিবি সরাসরি তা নাকচ করে দেয়।
চট্টগ্রাম টেস্টে ড্রয়ের পর মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে যখন শ্রীলঙ্কার বিপক্ষে ধুঁকছে বাংলাদেশ। এমন সময় বিকেএসপিতে ঝড় তুলছিলেন মাশরাফি বিন মুর্তজা। রীতিমতো দানবীয় ব্যাটিংয়ে আগুন ঝরালেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এবারের আসরে আবাহনী লিমিটেডের দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে শুধু ঝড়ই তোলেননি দলকেও এনে দিয়েছেন সম্মানজনক পুঁজি। সঙ্গে এও জানিয়ে রাখলেন তিনি ফুরিয়ে যাননি।
--------------------------------------------------------
আরও পড়ুন: সুয়ারেজ ও মেসিকেও ‘অ্যাসিস্ট’ করতে চান কুতিনহো
--------------------------------------------------------
বাংলাদেশের মতই আবাহনীর বেশিরভাগ ব্যাটসম্যান ছিলেন এদিন ছিলেন ব্যর্থ। আট নম্বরে নেমে করলেন ঝড়ো ফিফটি। আর তার ব্যাটে চড়েই ৪৯.৫ ওভারে অল আউট হওয়ার আগে ২১৭ রানের লড়াই করার মত সংগ্রহ পেয়েছে আবাহনী। ৫৪ বল মোকাবেলা ৬৭ রানের ইনিংস খেলেছেন। ৩টি চারের সঙ্গে মেরেছেন ৫টি বিশাল ছক্কা।
এদিন মাশরাফি ছাড়াও অর্ধশত তুলে নিয়েছেন নাজমুল হোসাইন শান্ত। তিনি ৮৩ বল থেকে ৫টি চারের সাহায্যে ৫৫ রান সংগ্রহ করেন। তৃতীয় সর্বোচ্চ মোসাদ্দেক হোসেন ৭৩ বল থেকে ১টি চারের সাহায্যে ৪০ রান করেন।
কলাবাগানের পক্ষে মোক্তার আলী ৩টি, শাহাদাত হোসেন, আবুল হাসান, যতিন সাক্সেনা ২টি করে উইকেট লাভ করেন।
২১৭ রানের লক্ষ্যে খেলতে নেমে কলাবাগানও স্বস্তিতে নেই। ইতোমধ্যে ৫জন ব্যাটসম্যানকে তারা হারিয়েছে। এখানেও বল হাতে আগুন ঝরাচ্ছেন মাশরাফি। ৬ ওভার বোলিং করে ২১ রানে ২ উইকেট তুলে নিয়েছেন তিনি।
আরও পড়ুন:
এএ
মন্তব্য করুন