• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাকিব ঘুর্ণিতে নাকাল আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ২০:০০

১৪তম এশিয়া কাপের শুরুটা জয় দিয়ে শুরু করে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারালেও সাকিব ছিলেন একেবারেই শূন্য। ব্যাট হাতে ছিল না কোনও রান, বল হাতেও ছিল উইকেট শূন্য।

এরপরই শুরু হয় সাকিবকে নিয়ে কাটাছেড়া। অনেকেই প্রশ্ন তুলেন, এই বুঝি সাকিব শেষ?

এমন প্রশ্নের জবাবটা আজ ভালো মতোই দিচ্ছেন বিশ্বসেরা অলরাউন্ডার। এখন পর্যন্ত ৯ ওভার বোলিং করে ১ মেডেন আর ৩৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে আফগানিস্তান অধিনায়ক এদিন টস জিতে সিদ্ধান্ত নেয় প্রথমে ব্যাট করার।

ইনিংসের শুরুতেই আফগান শিবিরে অভিষিক্ত রনির ধাক্কা। বোলিংয়ে এসেই প্রথম ওভারে রনির বাজিমাৎ। ওভারের চতুর্থ বলেই ইহসানুল্লাহকে ফিরিয়ে দেন এই পেসার।

নিজের তৃতীয় ওভারে এসে আবারও তুলে নেন উইকেট। রহমত শাহাকে বোল্ড করে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট।

ম্যাচের ২০ ওভারের সময় সাকিবকে বোলিংয়ে নিয়ে আসেন অধিনায়ক। বোলিংয়ে এসেই প্রথম ওভারে তুলে নেন ৩৭ রান করা মোহাম্মদ শাহাজাদকে।

এরপর নিজের চতুর্থ ওভারের প্রথম বলে তুলে নেন আফগান অধিনায়ক আসগরের উইকেট। তার বিদায় হয় ৮ রানে। এরপর অষ্ঠম ওভারে এসে তুলে নেন সামিউল্লাহ শেনওয়ারিকে। ৯ম ওভারে এসে আবারও সাকিব ঝলক। ১০ রান করা মোহাম্মদ নবীকে ফেলেন লেগ বিফোরের ফাঁদে।

সাকিবের ঘুর্ণি সামলাতেই দিশেহারা আফগানিস্তান ৪১ ওভারে হারিয়েছে ৭ উইকেট। এখন পর্যন্ত তাদের সংগ্রহ ১৬১ রান।

এমআর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh