• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রশিদ খানের ঝড়ো ব্যাটিংয়ে বড় পুঁজি আফগানিস্তানের

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ২০ সেপ্টেম্বর ২০১৮, ২১:১২

‘বি’ গ্রুপের শেষ ম্যাচে লড়ছে বাংলাদেশ-আফগানিস্তান। নিজেদের প্রথম ম্যাচে শতক হাঁকানো মুশফিকুর রহিম আর মুস্তাফিজুর রহমানকে বিশ্রামে রেখে লড়াইয়ে নেমেছে বাংলাদেশ।

এই ম্যাচে অভিষেক হয়েছে ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত আর মিডিয়াম পেসার আবু হায়দার রনির। মুশফিকের বদলে দলে জায়গা হয়েছে মুমিনুল হকের।

আবুধাবির আবু জায়েদ স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান অধিনায়ক আসগর আফগান।

ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি অভিষিক্ত আবু হায়দারের কল্যাণে। পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে বিপাকে ফেলেন আফগানদের।

ইনিংসের শুরুতেই আফগান শিবিরে অভিষিক্ত রনির ধাক্কা। বোলিংয়ে এসেই প্রথম ওভারে রনির বাজিমাৎ। ওভারের চতুর্থ বলেই ইহসানুল্লাহকে ফিরিয়ে দেন এই পেসার।

নিজের তৃতীয় ওভারে এসে আবারও তুলে নেন উইকেট। রহমত শাহাকে বোল্ড করে তুলে নেন নিজের দ্বিতীয় উইকেট।

এরপর ১৯ ওভার পর্যন্ত কোনও উইকেট না পড়ায় ধীরেই রানের চাকা সচল রাখছিল মোহাম্মদ শাহাজাদ আর হাসমতুল্লাহ শাহিদী।

ম্যাচের ২০ ওভারের সময় সাকিব বোলিংয়ে এসেই প্রথম ওভারে তুলে নেন ৩৭ রান করা মোহাম্মদ শাহাজাদকে।

এরপর নিজের চতুর্থ ওভারের প্রথম বলে তুলে নেন আফগান অধিনায়ক আসগরের উইকেট। তার বিদায় হয় ৮ রানে।

নিজের অষ্টম ওভারে এসে সাকিব তুলে নেন সামিউল্লাহ শেনওয়ারিকে। এরপর রুবেল হোসেনের বলে বিদায় হোন ৫৮ রান করা হাসমতউল্লাহ।

৪০ ওভারের সময় সাকিবের বলে মোহাম্মদ নবী লেগ বিফোর হবার পর উইকেটে আসেন রশিদ খান।

গুলাবদিন নাইবের সঙ্গে জুটি গড়ে রশিদ তুলে নেন ৩২ বলে অর্ধশতক। দুজন মিলে ১০ ওভারে তুলেন ৯৫ রান। গুলাবদিন খেলেন ৩৮ বলে ৪২ রানের ইনিংস।

৫০ ওভার শেষে ৭ উইকেটে আফগানিস্তানের সংগ্রহ ২৫৫ রান।

এমআর/

মন্তব্য করুন

daraz
  • এশিয়া কাপ ২০১৮ এর পাঠক প্রিয়
X
Fresh