• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

দেশের ক্রিকেটে ফিরছেন স্মিথ-ওয়ার্নার

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ আগস্ট ২০১৮, ২৩:২১

বল টেম্পারিং বিতর্কে জড়িয়ে এক বছরের জন্য জাতীয় দল থেকে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়া দলের দুই তারকা খেলোয়াড় স্টিভ স্মিথ আর ডেভিড ওয়ার্নার।

এই এক বছরে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার হয়ে কোনও আন্তর্জাতিক ম্যাচ। তবে অনুমতি পেয়েছিলেন বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলার।

এই এক বছরের নিষেধাজ্ঞা উঠে যাওয়ার আগে চলতি বছরের ২২ সেপ্টেম্বর থেকে খেলতে পারবেন অস্ট্রেলিয়ার প্রথম শ্রেণির ক্রিকেটে।

এর মাঝে দুজনই খেলেছেন কানাডায় অনুষ্ঠিত গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে। এরপর যোগ দিয়েছেন ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ সিপিএলে। স্মিথ-ওয়ার্নার দুজনেই খেলছেন সেখানে।

আগামী সেপ্টেম্বরের ২২ তারিখ থেকে অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ। স্মিথ খেলবেন সাদারল্যান্ডের হয়ে। ওয়ার্নার খেলবেন রন্ডউইক পিটারশ্যামের হয়ে।

ক্রিকেট অস্ট্রেলিয়া নিশ্চিত করেছে, আগামী মাস থেকে দেশের ক্লাব ক্রিকেট অর্থাৎ বিগ ব্যাশের মতো টুর্নামেন্টেও অংশ নিতে বাধা থাকবেনা স্মিথ-ওয়ার্নারের।

এদিকে ক্রিকেট অস্ট্রেলিয়ার সাবেকদের মতে, স্মিথ আর ওয়ার্নারের দেশের ক্লাব ক্রিকেটে ফেরার মাধ্যমে জাতীয় দলে ফেরার রাস্তাটা খুব সহজে দ্রুততম হবে।

এমআর/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • ক্রিকেট এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্ট্রেলিয়ায় সমুদ্রে ডুবে মার্কেন্টাইল ব্যাংক কর্মকর্তার মৃত্যু
সিডনিতে শপিং মলে হামলা : প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা
সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৭
আইপিএল না খেলার আসল কারণ জানালেন জাম্পা
X
Fresh