মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ , ০৪:৩৪ পিএম
মাদারীপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোভ্যানে থাকা যাত্রী সরজ আলী (৪৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন ভ্যানচালক বোরহান হাওলাদার।
মঙ্গলবার (১৭ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর সদর উপজেলার মস্তফাপুর বড়ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সরজ আলী সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া গ্রামের মৃত আদিল আলীর ছেলে। তিনি ঘটকচর বাজারে কাঁচামালের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটকচর থেকে একটি অটোভ্যান নিয়ে পাইকারি কাঁচামাল ক্রয়ের জন্য মস্তফাপুর কাঁচামালের আড়তে যাচ্ছিলেন সরজ। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মস্তফাপুর বড়ব্রিজের কাছে আসলে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা যাত্রীবাহী বাস ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
এ সময় ভ্যানটি ছিটকে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই সরজ নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের ঘটকচর গ্রামের জসিম হাওলাদারের ছেলে ভ্যানচালক বোরহান হাওলাদার। তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। পরে সেখান থেকে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়। ধারণা করা হচ্ছে রাস্তা পার হওয়ার সময় কোন এক গাড়ি এসে ভ্যানটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। তবে আমরা গিয়ে কোন গাড়ি পাই নাই। ভ্যানটিকে খাদে পড়া অবস্থায় দেখেছি। এ ঘটনায় জড়িত কোন পরিবহন এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
আরটিভি/এএএ