images

বিনোদন / বলিউড

হাসপাতাল থেকে ক্যানসার আক্রান্ত অভিনেতার আবেগঘন পোস্ট (ভিডিও)

সোমবার, ১৪ ফেব্রুয়ারি ২০২২ , ১১:৪৫ এএম

images

ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছেন হিন্দি টেলিপর্দার অভিনেতা বিভু রাঘবে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন তিনি। নিজের শারীরিক অবস্থার কথা জানিয়ে হাসপাতাল থেকে আবেগঘন ভিডিও বার্তা দিয়েছেন এই অভিনেতা।

অশ্রুসিক্ত চোখে ক্যানসার আক্রান্ত হওয়ার খবর জানিয়েছেন বিভু। ছলছল চোখেও মুখে হাসি রেখে তিনি বলেছেন, ‘আমি হাসপাতালে ভর্তি আছি। গত কয়েক দিন ধরেই অসুস্থ ছিলাম। প্রায় দুই সপ্তাহ আগে আমার শরীরে ক্যানসার ধরা পড়ে। আমি ক্যানসারের চতুর্থ স্টেজে রয়েছি, যা একটি বিরল ধরনের এবং আক্রমণাত্মক। এমনটা কখনও আশা করিনি। একদিনে জীবন বদলে গেল। তবুও শক্তিশালী হওয়ার চেষ্টা করছি এবং এটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি।’আরেকটি ভিডিওতে এই অভিনেতা জানিয়েছেন, ‘আমার জীবনে সবথেকে সেরা পরিবার এবং বন্ধু পেয়েছি। ঘুরে দাঁড়াতে সক্ষম হব আমরা। রৌদ্রোজ্জ্বল সময়ের অপেক্ষায় আছি।’

বিভুর ক্যানসার আক্রান্ত হওয়ার খবরে তার বন্ধু ও সহকর্মীরা দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই তাকে লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে আবারও কাজে ফিরবেন- এমনই প্রত্যাশা অভিনেতার শুভাকাঙ্ক্ষীদের।

প্রসঙ্গত, ভারতীয় টিভি চ্যানেল স্টার প্লাসের জনপ্রিয় ধারাবাহিক ‘নিশা অউর উসকে কাজিনস’-এ অভিনয় করেছেন বিভু রাঘবে।

View this post on Instagram

A post shared by VIBHU k RAGHAVE (@vibhuzinsta)

View this post on Instagram

A post shared by VIBHU k RAGHAVE (@vibhuzinsta)

সূত্র: হিন্দুস্তান টাইমস