images

বিনোদন / বলিউড

অস্ত্রোপচারের পর যেমন আছেন রোহিত শেঠি

রোববার, ০৮ জানুয়ারি ২০২৩ , ০২:২৮ পিএম

images

বলিউডের জনপ্রিয় নির্মাতা রোহিত শেঠি একটি ওয়েব সিরিজের শুটিংয়ের সময়ে গুরুতর আহত হয়েছেন। পরে দ্রুত তাকে কামিনেনি হাসপাতালে ভর্তি করা হয়।  

শনিবার (৭ জানুয়ারি) হায়দরাবাদের ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ ওয়েব সিরিজের শুটিং করছিলেন এই নির্মাতা। এ সময় হাতের আঙুলে মারাত্মক আঘাত পান রোহিত। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে নির্মাতার ছোট একটি অস্ত্রোপচার করা হয়। 

নির্মাতা তার হাতের আঙুলে মারাত্মক আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন রোহিত শেঠির মুখপাত্র। ‘ইন্ডিয়ান পুলিশ ফোর্স’ সিরিজের অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালে এই দুর্ঘটনা ঘটে। এ কারণে প্রায় অনেকক্ষণ শুটিং বন্ধ ছিল।


সিরিজটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ মালহোত্রা। এতে আরও অভিনয় করছেন, শিল্পা শেঠি, বিবেক ওবেরয়। তবে এর আগে এই সিরিজের শুটিং সেটে গুরতর আহত হয়েছিলে শিল্পা এবং সিদ্ধার্থ। সিরিজটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজনে মুক্তি পাবে।        

খবর : ইন্ডিয়া টুডে