images

বিনোদন / বলিউড

করোনা নিয়ে কার্তিকের গান

বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০ , ০৩:৫৪ পিএম

images

করোনা ইস্যু নিয়ে তারকারা সোশ্যাল মিডিয়ার সরব।  ঘরে বলে তারকারা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকে অনেকের

সাময়িক এই বিরতিতে কেউ যেম রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন

এর আগে দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করার জন্য ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান। ক্যাটরিনা কাইফ নিজের বাসন মাজার ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায়।

এবার করোনা নিয়ে বানিয়ে ফেললেন গান কার্তিক। গানের কথাতেও উঠে এসেছে করোনা থেকে বাঁচতে ঠিক কী কী করা উচিত সেসব কথা ইতিমধ্যেই কার্তিকের এই গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

বলিউডের তরুণ অভিনেতা কার্তিক মূলত সারা আলী খানের সঙ্গে প্রেমের গুঞ্জনকে কেন্দ্র করে তুমুল আলোচনায় আসেন।

ভিডিওটি দেখতে ক্লিক করুন