সরকারিভাবে কুয়েতে যাওয়ার সুযোগ, নেবে ১২৩২ জন

আরটিভি নিউজ

শুক্রবার, ২৭ অক্টোবর ২০২৩ , ০৩:৪৯ পিএম


চাকরি
ছবি- সংগৃহীত

কুয়েতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। প্রতিষ্ঠানটির মাধ্যমে জরুরি ভিত্তিতে দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ২৩২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

বিজ্ঞাপন

যা যা প্রয়োজন-

বয়সসীমা : অনূর্ধ্ব ৩৯ বছর।

বিজ্ঞাপন

কাজের সময় : প্রতিদিন ৮ ঘণ্টা।

মোট পদ : দুই ক্যাটাগরির পদে মোট এক হাজার ৩২ জনকে নেওয়া হবে।

বেতন : উভয় পদেই বেতন দেওয়া হবে ৩০০ কুয়েতি দিনার।

বিজ্ঞাপন

চাকরির শর্ত : 

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ডিগ্রিধারী হতে হবে। 

কুয়েতে গমনের জন্য প্রার্থীকে অবশ্যই ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে। 

পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন দুই বছর ৬ মাস থাকতে হবে।

প্রার্থীর বয়স অবশ্যই ২৩ থেকে ৩৯ বছরের মধ্যে হতে হবে। 

চাকরির চুক্তি এক বছর, যা নবায়নযোগ্য। 

কাজ সপ্তাহে ৬ দিন, প্রতিদিন ৮ ঘণ্টা এবং বছরে ৩০ দিন ছুটি। 

আসবাবপত্র, থাকা-খাওয়া ও কর্মস্থলে যাতায়াতের পরিবহনের ব্যবস্থা নিয়োগকারী কোম্পানি বহন করবে। 

এ ছাড়া অন্য শর্তাবলি কুয়েতের শ্রম আইনের অনুযায়ী প্রযোজ্য হবে

আবেদন প্রক্রিয়া : আগ্রহীরা ইংরেজিতে এক কপি জীবনবৃত্তান্ত, অভিজ্ঞতার সনদ, পাসপোর্টের রঙিন কপি ও অন্যান্য তথ্য পূরণ করে বোয়েসেলের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদন প্রক্রিয়া : বিস্তারিত জানতে বিজ্ঞপ্তিটি দেখুন এখানে। আবেদন ফরমের জন্য এখানে ক্লিক করুন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission