• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

গণপরিবহন বন্ধই থাকছে

আরটিভি নিউজ

  ২৬ এপ্রিল ২০২১, ১৬:৩৫
ফাইল ছবি

আসছে ২৮ এপ্রিল শেষ হচ্ছে চলতি লকডাউন। তার আগেই আজ সোমবার (২৬ এপ্রিল) বিকেলে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

এরই প্রেক্ষিতে গণপরিবহন আরও এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিষয়টি জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। আগামী ৫ মে পর্যন্ত জনগণকে চলমান বিধিনিষেধ মেনে চলতে হবে।

এছাড়া মার্কেট ও শপিং মল সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত খোলা থাকবে।

আগামীকাল মঙ্গলবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে জানান জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

দেশে কোভিড-১৯ ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত সীমিত বিধিনিষেধ দেয়া হয়। কিন্তু মানুষের উদাসীনতা কারণে পরবর্তীতে ১৪ এপ্রিল থেকে শুরু হয় এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ। এটি কার্যকর করতে সরকারের ১৩ দফা বিধিনিষেধে বলা হয়, অতি জরুরি প্রয়োজন ছাড়া (ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি কেনা, চিকিৎসা সেবা, মরদেহ দাফন বা সৎকার এবং টিকা কার্ড নিয়ে টিকার জন্য যাওয়া) কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।

তবে এতে থেমে নেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞদের মতে ভারতের ভাইরাস যদি দেশে আসে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।

এরই মধ্যে গেলো ১৮ এপ্রিল রাতে এক বৈঠকে চলমান বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। যা ২৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমের টানে বাংলাদেশে এসে বিয়ে করলেন পাকিস্তানি যুবক
ভারতে ৮ বাংলাদেশি আটক
প্রবাসীদের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় বাংলাদেশ প্রবাসী নেটওয়ার্কের আত্মপ্রকাশ
রিজার্ভ ছাড়াল ২০ বিলিয়ন ডলার