রাজধানীর বাড্ডার একটি বাসায় পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও নগদ ১১ লাখ টাকা লুট করেছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
মঙ্গলবার (২৭ জুন) বিকেলে বাড্ডা লিংক রোডের একটি বাড়ির তৃতীয় তলায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি।
ভুক্তভোগী গৃহকর্তা ইশতিয়াক বলেন, বাসার প্রধান দরজার ‘পুশ লক’ লাগানো ছিল না। ছয়-সাতজন ডাকাত পুশ লক মুচড়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করে পরিবারের সবার হাত-পা বেঁধে বাসা থেকে ৩০ ভরি স্বর্ণালঙ্কার ও ১১ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। এ সময় তাদের সঙ্গে দেশীয় অস্ত্র ছিল।
ঘটনার সময় বাসার নিচে নিজের দোকানে অবস্থান করা ইশতিয়াক আরও বলেন, ডাকাতরা ২০-৩০ মিনিটের মধ্যে পুরো বাসা তছনছ করেছে। ডাকাত সদস্যদের মধ্যে দুজন মাস্ক পরা ছিল। তাদের বয়স আনুমানিক ২৫-৩০ বছর হবে। তাদের হাতে ছিল ছুরি ও চাপাতি ছিল। এ ঘটনায় মামলা করতে এখন থানায় আছেন বলে জানান ইশতিয়াক।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ডাকাতির ঘটনায় জড়িত দলটিতে সাতজন ছিল। ইতোমধ্যে জড়িতদের আমরা শনাক্ত করেছি। দ্রুতই আইনের আওতায় আনা হবে।