• ঢাকা শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
logo

রেলের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২৪, ১৭:২৯
রেলের উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহী রাশিয়া
ছবি : সংগৃহীত

রেলের সার্বিক উন্নয়নে বাংলাদেশকে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া।

ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মান্টিটস্কি মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমের সঙ্গে বৈঠকে এ আগ্রহের কথা জানান।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে বড় বড় স্থাপনা নির্মাণে রাশিয়ার অভিজ্ঞতা আছে। সেই অভিজ্ঞতার আলোকে আমরা বাংলাদেশে রেলওয়ের উন্নয়নে কাজ করতে আগ্রহী। এ সময় তিনি রেলমন্ত্রীকে রাশিয়ার বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শনে আমন্ত্রণ জানান।

রেলমন্ত্রী জিল্লুল হাকিম বলেন, ১৯৭১ সাল থেকেই রাশিয়া ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক আস্থার সম্পর্ক বিরাজমান। দ্বিপক্ষীয় স্বার্থে ভবিষ্যতেও এ সম্পর্ক অব্যাহত থাকবে।

তিনি বলেন, রাশিয়া আমাদের অনেক বড় উন্নয়ন অংশীদার। রাশিয়ার অর্থায়নে গুরুত্বপূর্ণ প্রকল্প চলমান আছে। তারা আমাদের অনেক প্রকল্পে সাহায্য করছে এবং ভবিষ্যতে এ সাহায্য অব্যাহত থাকবে বলে আশা করি।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকসহ সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেপালে দুই রুপা জিতলেন বাংলাদেশের জারা
বেসামরিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ নৌবাহিনী
প্রেমের টানে বাংলাদেশে কোরিয়ান যুবক, গ্রহণ করলেন ইসলাম ধর্ম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ নভেম্বর)