হেলিকপ্টারে চড়ে রেমালের তাণ্ডব দেখলেন প্রধানমন্ত্রী

আরটিভি ‍নিউজ

বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪ , ০৩:৫৫ পিএম


হেলিকপ্টারে চড়ে রেমালের তাণ্ডব দেখলেন প্রধানমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে পটুয়াখালী যাওয়ার পথে পিরোজপুরের মঠবাড়িয়া ও  বরগুনার পাথরঘাটা উপজেলায় ঘূর্ণিঝড় রেমালের ধ্বংসযজ্ঞ দেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৩০ মে)  বেলা ১১টায় ঢাকা থেকে হেলিকপ্টার যোগে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি ধীরগতিতে অল্প উচ্চতা দিয়ে চক্কর দেয়।

ঢাকা থেকে প্রায় দেড় ঘণ্টার যাত্রা শেষে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুপুর ১২টা ২০ মিনিটে পটুয়াখালীর কলাপাড়ার খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে।

বিজ্ঞাপন

সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি কলেজে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি পটুয়াখালী-কুয়াকাটা সড়কের শহীদ শেখ কামাল সেতু পরিদর্শন করেন।

বরিশাল বিভাগের বিভাগীয় পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে পটুয়াখালীর কলাপাড়ায় দিনব্যাপী কর্মসূচিতে অংশ নেবেন। বেলা তিনটায় ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা শেখ হাসিনার।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission