গোয়েন্দা পুলিশের হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়কারী নিরাপদে আছেন বলে তাদের পরিবারের সদস্যরা জানিয়েছেন।
সোমবার (২৯ জুলাই) সকালে ডিবি কার্যালয়ে তাদের সঙ্গে দেখা করে সেখানে কিছু সময় কাটান তারা।
সমন্বয়কারীদের স্বজনরা বলছেন, তারা স্বজনদের সঙ্গে সময় কাটিয়েছেন এবং কথা বলেছেন। তারা নিরাপদে ও ভালো আছেন।
হেফাজতে কোটা আন্দোলনের সমন্বয়কারীদের কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলেও জানিয়েছেন তাদের স্বজনরা।
হেফাজতে নেওয়া ছয় সমন্বয়ক হলেন- মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, মো. আবু বাকের, আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসসুম।
এদিকে কোটা আন্দোলন বন্ধে ছয় সমন্বয়ককে দিয়ে জোর করে বিবৃতি দেওয়ার অভিযোগটি গুজব বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। ডিবি হেফাজতে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের শিগগিরই ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।