দুয়েক দিনের মধ্যেই পুলিশের এসআই নিয়োগ বিজ্ঞপ্তি

আরটিভি নিউজ

মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪ , ০২:৪২ পিএম


দুয়েক দিনের মধ্যেই পুলিশের এসআই নিয়োগ বিজ্ঞপ্তি
ফাইল ছবি

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, দুয়েক দিনের মধ্যেই বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (এসআই) নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে ‘আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা’ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘নতুন করে আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুয়েক দিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।’
 
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৮৭ জনের মতো পুলিশ এখনো কাজে যোগ দেয়নি। এর পরে মনে হয় আর কেউ যোগদান করেননি। যারা যোগ দেননি, তাদের আইনের আওতায় আনতে হবে। তাদের আমরা পুলিশ বলব না, তারা অপরাধী হিসেবে গণ্য হবে।’
 
তিনি বলেন, ‘পুলিশ সংস্কারের কাজ ১ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা। সংস্কারের কাজটা আমি করছি না, এ জন্য আলাদা কমিটি করে দেয়া হয়েছে। ওই কমিটি কাজটি করবে। তারা আমাদের কাছে প্রতিবেদন দেবেন, সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে সংস্কার হবে।’

বিজ্ঞাপন

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission