• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

ইনকিলাব মঞ্চের শহীদি সপ্তাহ ঘোষণা ও কর্মসূচি প্রকাশ

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২৪, ২৩:২৪
ছবি: আরটিভি

সাম্প্রতিক সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দেয়ালে আঁকা জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনার তীব্র প্রতিবাদ এবং শহীদদের স্মরণে ‘শহীদি সপ্তাহ’ পালনের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

শুক্রবার (২৯ নভেম্বর) বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পায়রা চত্বরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব ফাতিমা তাসনিম জুমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, নটরডেম কলেজের দেয়ালে এবং ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ‘খুনি হাসিনা’, ‘ফ্যাসিস্ট হাসিনা’ লিখিত গ্রাফিতি মুছে ফেলা হয়েছে। নান্দনিকতার নামে এসব জায়গায় লতাপাতা এবং অপ্রাসঙ্গিক চিত্রকর্ম করা হয়েছে, যা আমাদের জুলাই বিপ্লবের চেতনা প্রতিনিধিত্ব করে না। আমরা এই ফ্যাসিবাদী তৎপরতার তীব্র নিন্দা জানাই। আমাদের বার্তা জনগণের কাছে পৌঁছাতে যতবার মুছবে, ততবারই আমরা গ্রাফিতি আঁকবো।

সংবাদ সম্মেলনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি শহীদি সপ্তাহের কর্মসূচি ও দাবিগুলো তুলে ধরেন। তিনি জানান, ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত শহীদী সপ্তাহ পালিত হবে। এ উপলক্ষে তারা কিছু দাবিসহ কর্মসূচি ঘোষণা করেন এবং এগুলো সরকারি সহায়তায় এ সকল কর্মসূচি বাস্তবায়নের আহ্বান জানান।

তাদের দাবিগুলো হলো:
১. প্রতিটি এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও অফিস প্রাঙ্গণে শহীদী দেয়াল নির্মাণ করতে হবে। যেখানে স্থানীয় শহীদসহ সব শহীদের নাম সংরক্ষণ করা হবে।
২. প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি অফিসে শেখ মুজিব কর্নারের স্থলে ‘বাংলাদেশ কর্নার’ প্রতিস্থাপন করতে হবে। সেখানে ১৯৪৭, ১৯৭১ এবং ২০২৪ সালের জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ করতে হবে।
৩. বাংলাদেশ জাতীয় জাদুঘরে একটি ডেডিকেটেড ‘জুলাই কর্নার’ নির্মাণ করতে হবে। যেখানে জুলাই বিপ্লবের প্রতিটি স্মৃতি সংরক্ষিত থাকবে।
৪. ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং দেশের প্রতিটি উপজেলায় সরকারি উদ্যোগে ‘জাগ্রত জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে হবে। যদি সরকার এটি বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে ইনকিলাব মঞ্চ বিপ্লবী ছাত্রজনতাকে সঙ্গে নিয়ে শাহবাগে নিজেদের উদ্যোগে ‘জাগ্রত জুলাই’ স্মৃতিস্তম্ভ নির্মাণ করবে।

সংবাদ সম্মেলনে বক্তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতির পুনর্জাগরণের প্রতীক। আমরা এই চেতনা অম্লান রাখতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবো।

আরটিভি/এসএপি/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক
সাত কলেজের বৃহস্পতিবারের পরীক্ষাও স্থগিত
ঢাবিতে আইনজীবী সাইফুলের গায়েবানা জানাজা
সাত কলেজ নিয়ে পরিকল্পনা জানালেন শিক্ষা উপদেষ্টা