• ঢাকা শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১
logo

আইনজীবী সাইফুল হত্যা, গণ অধিকার পরিষদের মৌন মিছিল

আরটিভি নিউজ

  ৩০ নভেম্বর ২০২৪, ০১:২৯
আইনজীবী সাইফুল হত্যা, গণ অধিকার পরিষদের মৌন মিছিল
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ঘটনায় বিচার দাবিতে মৌন মিছিল কর্মসূচি পালন করেছে গণ অধিকার পরিষদ।

শুক্রবার (২৯ নভেম্বর) মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে পল্টন মোড়ে এসে শেষ হয়।

মিছিল পূর্ববর্তী সময়ে গণ অধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, ভারত হিন্দু-মুসলিম দাঙ্গা বাঁধিয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ করার ষড়যন্ত্র করছে। সরকারের প্রতি আবেদন এখন থেকে ভারতে কোনো মুসলমানদের উপর নির্যাতন হলে প্রতিক্রিয়া জানাবেন, প্রতিবাদ জানাবেন।

একইসঙ্গে শনিবার (৩০ নভেম্বর) বাদ জোহর বায়তুল মোকাররমে তাকবির মিছিল কর্মসূচির ঘোষণা করেন ফারুক হাসান।

তিনি বলেন, হিন্দুদের প্রতি আহ্বান, ভারত বা আওয়ামী লীগের প্ররচনায় উশৃঙ্খল আচরণ করবেন না, এতে হিন্দু-মুসলিম সবাই ক্ষতিগ্রস্থ হবে। ধর্ম বিবেচনা না করে সাইফুল ইসলাম হত্যার ঘটনায় অপরাধীদের বিচারের আওতায় আনেন।

কর্মসূচিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে সাইফুল ইসলাম হত্যার বিচারের দাবিতে আরও বক্তব্য দেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণনেতা থোয়াইং চিং মং চাক, আবুল কালাম, আব্দুলাহ, মোজাম্মেল মিয়াজী, আরিফবিল্লাহ, ফায়সাল আহমেদ, সোহাগ আফ্রিদি প্রমুখ।

আরটিভি/এমকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনজীবী সাইফুল হত্যার ঘটনায় এখনও হয়নি মামলা
চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন অভিমুখে হেফাজতের লংমার্চের ডাক
কারাগারে ডিভিশন পাননি চিন্ময়, দেওয়া হচ্ছে যে খাবার
আইনজীবী সাইফুল হত্যা: চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে