• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

দুর্নীতি মামলায় খালাস পেলেন খন্দকার মোশাররফ

আরটিভি নিউজ

  ০১ ডিসেম্বর ২০২৪, ১২:২৪
ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় খালাস পেয়েছেন।

রোববার (১ ডিসেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক এ রায় ঘোষণা করেন। এ সময় ড. খন্দকার মোশাররফ হোসেন আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২৮ নভেম্বর দুদকের আরেক মামলা থেকে ছেলেসহ খালাস পান খন্দকার মোশাররফ হোসেন। তার আগে গত ২২ আগস্ট মানি লন্ডারিংয়ের মামলায় খালাস পান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

প্রসঙ্গত, ২০০৮ সালের ১০ জানুয়ারি রমনা থানায় ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এ মামলা করে। পরে ওই বছরের ১৭ সেপ্টেম্বর মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর এ মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরটিভি/আইএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাইকোর্টের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: রিজভী
স্বৈরাচার পালিয়ে গেছে কিন্তু গণতন্ত্র এখনও প্রতিষ্ঠা হয়নি: গিয়াসউদ্দিন
যারা ১৬ বছরে রাস্তায় নামেননি, এখন তারা নামছেন: খসরু
লন্ডনের পথে মির্জা ফখরুল